মলয় দে নদীয়া:- মহারাষ্ট্রের পুনেতে ঠিকাদারির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল চাকদহ বনমালী পাড়ার এক ব্যক্তির।মহারাষ্ট্রের পুনে থেকে চাকদহ বনমালী পাড়ায় ওই ব্যক্তির মৃতদেহ গত ২২শে জুন বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ তার বাড়িতে নিয়ে আসা হল। কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। কারণ পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে কোন রকম ডেথ সার্টিফিকেট ছাড়া মৃতদেহ আনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম উত্তম বেদ, বয়স আনুমানিক ৩০ বছর।পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার তাদের কাছে ফোন আসে যে উত্তম বেদের মৃত্যু হয়েছে কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ ওই ঠিকাদারি সংস্থার তরফে জানানো হয়নি। এরপর কোনরকম ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টেম ছাড়া মহারাষ্ট্র থেকে গতকাল বনমালী পাড়ার বাড়িতে ঠিকাদারের মৃতদেহ নিয়ে আসা হয় বলে অভিযোগ। কিন্তু এতদুর থেকে কিভাবে ডেথ সার্টিফিকেট ছাড়া মৃতদেহ নিয়ে আসা হলো এই প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।
মৃত ওই যুবকের স্ত্রী পার্বতী বেদের অভিযোগ এক ঠিকাদারি সংস্থার কাছ থেকে ১০০০ টাকা অগ্রিম নেন তার স্বামী আর এর পরেই সেই ঠিকাদারি কোম্পানি জোর করে তাকে মহারাষ্ট্রের পুনেতে কাজে নিয়ে যায়। গত মঙ্গলবার বাড়িতে আসে তার মৃত্যুর খবর।
ইতিমধ্যেই চাকদা থানার পুলিশ মৃতদেহ নিয়ে আসা এম্বুলেন্স চালক ও আরো এক ব্যক্তিকে আটক করেছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। মৃতদেহটি পরশু চাকদা স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে ফ্রীজিং করার জন্য। পুলিশ সূত্রে জানা গেছে জানা গেছে গতকাল মৃত দেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন।