প্রীতম ভট্টাচার্য : ৫১ তম ভারত রাশিয়ার বন্ধুত্ব উপলক্ষ্যে অনেক শিল্পী সমন্বয়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রুশিয়ান সেন্টার ফর সায়েন্স এন্ড কালচার ইন কলকাতা – র আয়োজনে গোর্কিসদনে এক চিত্রপ্রদর্শণীর আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বোলন ও শ্রুতিনাটকের মধ্যে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়।প্রদর্শণীতে স্থান পেয়েছে ছবি,বই,ষ্ট্যাম্প,ফটোগ্রাফী,।প্রদর্শণীটি চলবে ২২-২৬ আগষ্ট পর্যন্ত।