মলয় দে নদিয়া :-কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আজ কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে (সজলের) নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াধামে প্রবেশে বাধাকে কেন্দ্র করে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বনগাঁর সাংসদ ও জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কুশপত্তলিকা পোড়ানো হয়।