নদীয়ায় পিকআপভ্যানের সাথে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত আরোহীরা

Social

মলয় দে, নদীয়া :-ছোট চারচাকা প্রাইভেট গাড়ির সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে গুরুতর আহত হলেন আনুমানিক আঠারো জন ব্যক্তি।ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় বাদকুল্লা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকিদের ও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আনুমানিক দুটো তিরিশ নাগাদ রানাঘাট বাদকুল্লা, কৃষ্ণনগর বাইপাস রোডে। সূত্রের খবর, এই দিন দুপুরে একটি পিকআপ ভ্যানে করে আনুমানিক পনেরো জন শ্রমিক যাচ্ছিলেন। এলাকার বাসিন্দারা জানান সেই সময় অপর দিক থেকে আসা একটি ছোট চারচাকা প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যান ও চারচাকা গাড়ির সংঘর্ষে ভ্যানে থাকা আরোহীরা ছিটকে পড়ে যান রাস্তার উপর। সংঘর্ষের ফলে গুরুতর আহত হন চারচাকা গাড়িটিতে থাকা দুই ব্যক্তি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় তাহেরপুর থানার পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত চারচাকা গাড়িটিতে থাকা দুইজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Leave a Reply