মদন মাইতি, তমলুক : শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের জেলা সমাজ কল্যাণ দপ্তর এবং SVEEP CELL এর উদ্যোগে ও পরিচালনায় তমলুক মহকুমা শাসক, তমলুক ব্লক ডেভলপমেন্ট, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি এবং প্রতিবন্ধি সংঘ এর সহযোগিতায় নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির গীতাঞ্জলি সাংস্কৃতিক সদনে দিব্যাঙ্গরা যাতে নিজেরা ভোটদান করতে পারে, দিব্যাঙ্গদের নিয়ে একটি সচেতনা শিবির অনুষ্ঠিত হলো।, এই সচেতনতা শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক, জেলা প্রোগ্রাম অফিসার (আই.সি.ডি.এস,) শ্রী অর্ণব সিংহ রায় চৌধুরী, তমলুক ব্লক সমাজ কল্যাণ আধিকারিক দেবপ্রিয়া বাগ, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক শ্রী যোগেশ সামন্ত এবং ব্রেল প্রশিক্ষক হিসেবে ছিলেন শিবরাম ভট্টাচার্য্য ও চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম এর শিক্ষক শ্রী আশিষ পন্ডা মহাশয় প্রমূখ। তিনি প্র্যাকটিক্যাল এর মাধ্যমে সেখান। জেলা সমাজ কল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক বলেন ভোট একটি গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটি নাগরিক যাতে ভোট প্রদান করতে পারে, ভোট দিতে আসে সেজন্য মুখ বধির ও দৃষ্টিহীনদের সচেতনতা শিবির করা হলো এবং বোঝানো হয় কিভাবে ভোট দিতে পারে, ইভিএম মেশিনে প্রাকটিক্যাল এর মাধ্যমে দেখানো হলো। সাথে সাথে নিজেদের ভোটাধিকার ব্যবহার করা র কথা বলেন। এই সচেতনতা শিবির এর মূল উদ্দেশ্য হলো ভোটকেন্দ্রে নিয়ে এসে বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই জেলাতে ২৫০০০ দিব্যাঙ্গ ভোটারকে আমাদের ERO নেটে ফ্ল্যাগ করা আছে, তাদের মধ্যে দৃষ্টিগত প্রতিবন্ধীকতা যুক্ত এবং শ্রবণ গত প্রতিবন্ধীকতা যুক্ত তাদের নিয়ে এই সচেতনতা শিবির হল। এতে প্রায় ৮০ জন দিব্যাঙ্গারা উপস্থিত ছিলেন।