অনূর্ধ্ব ১৪ বালিকা ন্যাশনাল খো-খো তে বাংলা তৃতীয় হলেও, অভাবের কারণে অনিশ্চয়তার মধ্যে খেলাধুলা নদীয়ার রানাঘাটের লিপিকার

Social

মলয় দে নদীয়া :- প্রতিভার জন্ম অভাবী ঘরেই। তবে এতটাই অভাব পড়াশুনা করার সংগতিই নেই, সেখানে খেলাধুলা বিলাসিতা মাত্র। তাও আবার যে সে খেলা নয়, খো -খো।

নদীয়ার রানাঘাট নাসরা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, ক্লাস ফোর থেকেই খোখো খেলতে ভালোবাসে । তার মনে হয়েছে সেই খেলাতেই সে কিছু করে দেখাতে পারবে। বিগত দু’বছর করোনা পরিস্থিতিতে বেশ কিছুটা ব্যাঘাত হলেও, ভিন জেলা তো বটেই, মহারাষ্ট্র হিমাচল প্রদেশের মত ভিন রাজ্যেও অনূর্ধ্ব ১৪ বালিকা খোকো দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে সম্মানজনক অবস্থান পেয়েছে সে।

নদীয়ার রানাঘাট কুপার্সের এক নম্বর ওয়ার্ডের অত্যন্ত অভাবী পরিবারের মেয়ে ।
বাবা দুলাল শীল পেশায় ভ্যানচালক। মা, প্রতিমা শীল আক্ষেপের সুরে বলেন, রানাঘাট মিলন মন্দির ক্লাবে বিনামূল্যে ও অনুশীলন করার সুযোগ পায়, কোচ নিত্যানন্দ দাস এ বিষয়ে ওকে যথেষ্ট সহযোগিতা করে। কিন্তু, মেয়ের সাফল্য দেখতে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি অর্থাভাবে। এ বাদেও দূরদূরান্তে খেলতে গেলে নগদ অর্থ কিছু দেওয়ার মতো পরিস্থিতি নেই আমাদের পরিবারের। তিন ছেলে মেয়ের পড়াশোনা চালিয়ে, খেলাধুলা করার জন্য, কিছু অবশিষ্ট থাকেনা।তাই সরকারি সহযোগিতা পেলে, ওর প্রতিভা আরও বিকশিত হতো।

লিপিকা জানায় গত মার্চ মাসে খেলো ইন্ডিয়া জুনিয়র অ্যান্ড সাব জুনিয়ার ন্যাশনাল ওমেন্স খো খো লীগ ২০২২- ২৩ অনুষ্ঠিত হয় রাঁচিতে। সেখানেই রাজ্যের দল তৃতীয় স্থান অধিকার করে।

Leave a Reply