পরিচয় পত্র বিহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মানবিকতার নজির

Social

মলয় দে নদীয়া :-লক ডাউনের ফলে রাতের দিকে রাস্তাঘাট শুনশান এরই মধ্যে নদীয়া জেলার শান্তিপুর শহরের গ্যাস গোডাউনের মোড়ে, গতকাল সন্ধ্যা আটটা নাগাদ ঝাড়খন্ড থেকে আগত পরিচয় পত্র বিহীন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখা যায় । আগন্তুককে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । বিপদের দিনে সহৃদয় এলাকাবাসী খাবার জল প্রাথমিকভাবে দিলেও, দুশ্চিন্তায় ছিলেন তার চেহারা, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে।

ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ক্রমাগত তারি মাঝে লকডাউন এর কারণে কোন যানবাহন পাওয়া যাচ্ছে না তাকে নিয়ে যাওয়ার। শান্তিপুর থানা, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল , স্থানীয় কাউন্সিলর এক এক করে সব রাস্তা বন্ধ হয়ে অবশেষে সংবাদকর্মীদের তলব।

মিললো পুলিশের গাড়ি, কিন্তু তাতেও সুরাহা হলো না, আগন্তুকের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় কেউই, সে ক্ষেত্রে পুলিশকর্মী সুরক্ষিত কি করে থাকবেন একই গাড়িতে? অগত্যা দু কিলো মিটার দূরত্বের হসপিটাল এর দিকে রওনা করানো হয় আগত কে। অবশেষে রাত তখন বারোটা শান্তিপুর পৌরসভার একটি অ্যাম্বুলেন্স আসে মাঝপথ থেকে তুলে নিয়ে শান্তিপুর হাসপাতালে পৌঁছানো তবে সবটাই  শুধুমাত্র মানবিক কারণে ।

Leave a Reply