মলয় দে,নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বাসিন্দা সুজয় সিংহ রায়। মাধ্যমিক পাস করার পরেই, পরবর্তী পড়াশোনা না করে ব্যাঙ্গালোরে হোটেলের কাজে যায় আজ থেকে দেড় বছর আগে। দুই বোন এক ভাই মা-বাবার অভাবের সংসারের বোঝা কাঁধে নিয়ে। তার যাওয়ার উদ্দেশ্য বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো করা। মাটির বাড়িতে বাস করতে হয়। ঝড় জলের দিনে পরিবারের সদস্যদের আশ্রয় নিতে হয় প্রতিবেশী অথবা আত্মীয়র বাড়িতে। আর তার থেকেই পরিত্রান পেতে সুজয়ের ভিন রাজ্যে পাড়ি দেওয়া। এরপরই ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনা কবলে পড়ে সুজয়। অসুস্থ অবস্থায় ভর্তি ছিল বালেশ্বরে। পরিবারের সাথে ফোনে যোগাযোগ করলে পরিবারে লোকজন ছুটে যায় ছেলেকে নিয়ে আসতে। রেল কর্তৃপক্ষ তাদের এক প্রতিনিধিকে গাড়িসহ পাঠায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে আজ বেলা তিনটে নাগাদ সুজয়কে নিয়ে বাড়িতে আসে পরিবার। এই খবর জানাজানি হতেই পরিবারের লোকজনের সাথে দেখা করতে আসেন রানাঘাট বিধানসভার বিধায়ক তথা রানাঘাট দক্ষিন সাংগঠনিক বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। পরিবারের লোকজন পার্থসারথিকে কাছে পেয়ে আক্ষেপের সুরে বলেন এতদিন বহু জায়গা জানিও মেলেনি তাদের আবাস যোজনার ঘর। বিভিন্ন জায়গায় জমা দেওয়া কাগজপত্রের জেরক্স নিয়ে গেলেন পার্থসারথী চট্টোপাধ্যায়। সুজয় আজ বাড়িতে ফেরায় খুশি পরিবার থেকে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব। এখন দেখার ভবিষ্যতে ও কি সংসারের হাল ফেরাতে সুজয় কে বিদেশে পাড়ি দিতে হবে? না কি দেশেই করবে কাজ। প্রশ্ন থেকেই যাচ্ছে।