অশোকনগর: আজ বিশ্ব পরিবেশ দিবস, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহন করেছে। অশোকনগর বিধানসভার অন্তর্গত অশোক নগর ভারতী বালিকা বিদ্যামন্দির আজ পরিবেশ দিবস পালন করলো নিজস্ব স্কুল প্রাঙ্গনে। সাংস্কৃতিক ও গুনীজন সম্মাননা প্রদানের অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি তথা অশোক নগর কল্যানগড় পৌরসভার উপ পৌরপ্রধান ধীমান রায়,পরিবেশ কর্মী বঙ্কিম চক্রবর্তী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ বিদ্যালয়ের সকল শিক্ষিকা,ও শিক্ষাকর্মীরা।
আজকের এই অনুষ্ঠানে ৪১ পড়ুয়ার হাতে গাছ তুলে দেন সম্মানিত ব্যক্তিবর্গ।প্রধান শিক্ষকা অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে বৃক্ষ রোপন এর গুরুত্ব তুলে ধরেন।এই বছরে মাধ্যমিক উত্তীর্ণ বিদ্যালয়ের ছাত্রী মনে করেন বৃক্ষ রোপন শুধুমাত্র নয়,সেই বৃক্ষ পরিচর্যা ও দেখাশোনার কাজ ও করা উচিত।