নদীয়া নবদ্বীপে মাদক বিহীন রাসের আহবানে বিধায়কের পদযাত্রা

Social

মলয় দে, নদীয়া: ঐতিহ্যবাহী রাস উৎসব সুষ্ঠ মাদক বিহীন পালন করার আবেদনে বিধায়কের এই পদযাত্রা নবদ্বীপে।

নবদ্বীপের ঐতিহাসিক রাস উৎসবের ঐতিহ্য সারাবিশ্বের মানুষের কাছে এক মিলন উৎসব হিসেবে পরিচিত। এই উৎসব উপলক্ষে চৈতন্য ভূমি নবদ্বীপের সুদীর্ঘ দেবদেবীর আরাধনা ও প্রতিমা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে বহুকাল আগে থেকেই। ঐতিহ্যবাহী এই রাস উৎসবকে সামনে রেখে প্রত্যেক বছর শহরবাসীর উদ্দেশ্যে সুষ্ঠু ও মাদক বিহীন রাস পালন করার আবেদন রেখে উৎসবের প্রাক্কালে নবদ্বীপ তাঁত কাপড় হাট ভবন থেকে এক সুদীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এছাড়াও প্রতিবছর শোভাযাত্রার অগ্রভাগে নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ শোভাযাত্রাটি পরিচালনা করেন তিনি। অন্যান্য বছরগুলিতে এই শোভাযাত্রায় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।প্রতিবছরের ন্যায় এই বছরও ঐতিহ্যবাহী এই রাস উৎসব উপলক্ষে বুধবার দুপুরে সুষ্ঠু ও মাদক বিহীন রাস পালন করার আবেদন রেখে নবদ্বীপ বড়ালঘাট, তাঁত কাপড় হাট ভবন থেকে এক পদযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক। যদিও এইদিনের আড়ম্বরহীন পদযাত্রায় অন্যান্য বছরের মতো জাকজমকতা ও অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান না থাকলেও পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় নবদ্বীপের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের।এছাড়াও এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বী প পৌরসভার ২৪ টি ওয়ার্ডের কনভেনার গন। পদযাত্রাটি নবদ্বীপ শহর প্রদক্ষিণ করার পর বড়াল ঘাটে এসে শেষ হয়।

Leave a Reply