উত্তরপ্রদেশের রেলস্টেশন থেকে অনতি দূরে রেল লাইনের ধার থেকে এক সিআরপিএফ জওয়ানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

Social

দেবু সিংহ,মালদাঃ উত্তরপ্রদেশের রেলস্টেশন থেকে অনতি দূরে রেল লাইনের ধার থেকে এক সিআরপিএফ জওয়ানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল ওই স্টেশনের জিআরপিএফ। তার কাছ থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড এবং আধার কার্ড দেখে জানা যায় ওই জওয়ানের নাম ললিত পাশওয়ান। বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার ভালুকা বাজার এলাকায়।

সাসানী রেল স্টেশন আধিকারিকদের প্রাথমিক অনুমান আপ ব্রহ্মপুত্র মেল থেকে গভীর রাতে কোন কারনে পড়ে গিয়ে ওই জোয়ানের মৃত্যু হয়েছে বলে ধারণা। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে তার পরিবারের কাছে।কিন্তু ললিত বাবুর পরিবারের দাবি, ট্রেন থেকে পড়ে কোনোভাবেই তার মৃত্যু হয়নি এই মৃত্যুর পিছনে কোন রহস্যজনক কারণ রয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখুক কেন্দ্রীয় সংস্থা।

এদিকে সেনাবাহিনীর উদ্যোগে ভালুকায় মৃতদেহ এসে পৌঁছলে গান স্যালুট এবং চোখের জলের মাধ্যমে ললিত পাশওয়ানকে বিদায় জানাই গ্রামবাসী। ললিত বাবুর পরিবার এবং গ্রামবাসীর দাবি ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়নি। এর পিছনে অন্য কোন কারণ রয়েছে। তারা চান এর সঠিক তদন্ত হোক।

জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে জম্মুতে কর্মরত ছিলেন। সম্প্রতি তার ট্রান্সফার অর্ডার হয়েছিল লখনৌ তে যোগদান করার জন্য। তার মাঝখানে তিনি ছুটি পেয়েছিলেন। সেই ছুটি কাটাতে তিনি বাড়ি ফিরছিলেন। গত বৃহস্পতিবার তিনি দিল্লি হাওড়া ব্রহ্মপুত্র মেলে চড়ে বসেন। বাড়ির লোকের সঙ্গে কথা হয়। তারপরই শুক্রবার দিন খবর আসে তার দেহ উদ্ধার হয়েছে রেললাইন থেকে। এরপরই শোকে ভেঙে পড়ে তার পরিবার। ভালুকায় দাবি উঠেছে। এই মৃত্যুর পিছনে কোন অন্য কোনো কারণ রয়েছে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।

Leave a Reply