ব্যাংকের মধ্যে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত বাংলাদেশের যুবক

Social

সোশ্যাল বার্তা: ব্যাংকের মধ্যে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত বাংলাদেশের যুবক। যুবকের নাম মোহাম্মদ টিটন খান। বাড়ি খুলনার পানি গতি এলাকার বাসিন্দা।

ঘটনা জানা যায় ওই যুবক ৩০শে এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে আসে এবং গত ৭ই মে দীঘায় এসে নিউ দিঘার একটি হোটেলে ভাড়া থাকে। গতকাল দিঘার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক গ্রাহক স্থানীয় দীঘা থানার বাসিন্দা প্রসেনজিৎ প্রধান তিনি ওই ব্যাংকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জমা দিতে যান। প্রসেনজিৎ বাবু বলেন আমি যখন ড্রাফটি পূরণ করছিলাম পাশে থাকা টাকার ব্যাগটি ওই যুবক ব্লেড দিয়ে কাটতে শুরু করে তখনই আমার নজরে আসে। তৎক্ষণাৎ আমি ব্যাংক কর্তৃপক্ষকে জানাই ব্যাংক কর্তৃপক্ষ দীঘা থানায় ফোন করলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে স্থানীয়রা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। দিঘা থানা পুলিশ ধৃত মোহাম্মদটিটন খান কে আজ তাকে কাঁথি আদালতে পাঠায়।

Leave a Reply