মালদার আইহোর টাঙ্গন নদী কার্যত ধুঁকছে ! হারিয়ে যেতে বসেছে নদীটির স্রোত

Social

দেবু সিংহ,মালদাঃ মালদহ জেলার হবিবপুর ব্লকের আইহোর টাঙ্গন নদী কার্যত ধুঁকছে।নদীটির স্রোত একেবারেই নেই বললেই চলে।নদীর গভীরতা আগের থেকে অনেক কমে গিয়েছে।শুধু তাই নয়,নদীর জলের চারিদিকে কচুরিপানায় ছেয়ে গিয়েছে।এর জন্য নদী সংলগ্ন স্থানীয় মানুষদের পদে পদে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের স্নানের জন্য জলে নামতে খুব সমস্যা হচ্ছে।অনেকেই এখন বাধ্য হয়ে কচুরিপানা সরিয়ে জলে ডুব দিচ্ছেন জামাকাপড় ধোয়ার কাজ করছেন।

এনিয়ে স্থানীয় এক মহিলা সন্ধ্যা সিংহ জানান ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার নদীতে স্নান করতে এসে অসন্তোষ প্রকাশ করছেন অনেকে, ওই মহিলা অভিযোগ করে বলে,নদীর অবস্থা বেহাল রয়েছে।তবুও এই দিকে কেউ নজর দিচ্ছে না। নদীকে দ্রুত সংস্কার করা উচিত। নদীতে নেমে স্নান করার মত পরিস্থিতি নেই জল থেকে গন্ধ ছড়াচ্ছে জামা কাপড় ধুয়ে নিয়ে গিয়ে,আবার সাবমাশবলে জলে কাপড় ও স্নান করতে হচ্ছে জল পচে গন্ধ ছড়াচ্ছে যার ফলে বিভিন্ন অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য অমৃত হালদার কে জানানো হয় নদীর সংস্কারের জন্য কচুরিপানা সরানোর ব্যবস্থা করে দেওয়া হলে অনেক সুবিধা হবে।এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার বলেন বিষয়টি অনেকদিন ধরে নজরে রয়েছে শীঘ্র এই নদীর কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হবে। এমনিতেই নদীটির স্রোত নেই, জল অনেক কমে গিয়েছে। যার ফলে কচুরিপানা আটকে পরছে।খুব শীঘ্রই লেবার লাগিয়ে কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হবে।

অনেক মৎস্যজীবীরা ছিলেন যাদের মাছের উপর ভিত্তি করে জীবন চলতো তাদের সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে।

Leave a Reply