মলয় দে, নদীয়া: সামনেই মনসা পুজো আর তাতেই মৃৎ শিল্পীরা সমস্যায় পড়েছেন । গতবছর প্রতিমা ভালোই বিক্রি করে অর্থ উপার্জন করেছিলেন কিন্তু এই বছর করোনা ও লক ডাউনের জেরে বৈশাখ মাস থেকে চলছে খরা।
গনেশ মূর্তি তো বিক্রি হয়নি তারপর দীর্ঘ লক ডাউনে সমস্যায় পড়েছেন রানাঘাট ১নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের মৃৎ শিল্পীরা ।তাদের হাতে তেমন অর্থ নেই তারপর এই অবস্থায়. তারা খুবই সমস্যায় পড়েছেন । হচ্ছেনা তেমন পুজো নানা পুজো প্রায় নমো নমো করে সারছেন অনেকেই এই বছর তাই মনসা পুজো উপলক্ষে হয়নি বায়না তবুও দুই তিনটি প্রতিমা করে রাখছেন যদি বিক্রি হয় ।
এমন পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হবে তা কল্পনায় করতে পারিনি মৃৎ শিল্পীরা । কবে লক ডাউন উঠবে কবে তাদের পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুই বুজতে পারছেন না । দূর্গা প্রতিমা বায়না এখনো অবধি সে ভাবে আসেনি ফলে তাদের অবস্থা খুবই করুন ।