দেবু সিংহ,বামনগোলা:—-শুভ বুদ্ধ পূর্ণিমায় আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, বামনগোলা ব্লকের গাংগুরিয়ার শ্রীশ্রী সারদা তীর্থমের উদ্যোগে, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা, পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় আশ্রমে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে আত্মপ্রাণানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী অমৃতানন্দজী মহারাজ সহ ২৫ জন রক্তবন্ধু প্রচন্ড তাপদহে রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। শিবিরে উপস্থিত ছিলেন আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী গিরিজাত্নানন্দজী মহারাজ, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডাঃ তুষার কান্তি বণিক, সম্পাদক বরুন সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, বিশিষ্ট চিকিৎসক নারায়ণ সাহা, চিকিৎসক সন্তোষ দে প্রমূখ।