মলয় দে নদীয়া:- জার্মান দার্শনিক, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিপ্লবী কার্ল মার্কসের জন্মদিন ৫ মে, ১৮১৮।
তিনি ছিলেন বিখ্যাত রাজনৈতিক দার্শনিক , যিনি শুধু নানাভাবে ব্যাখ্যা নয়, পৃথিবীকে বদলে দেওয়ার চিন্তার রূপকার ছিলেন। অভিন্নহৃদয় বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস ছিলেন তার চিন্তার অন্যতম সহযোগী।
মার্কস-এঙ্গেলস মানুষের চিন্তার জগতে ঝড় তুলেছিলেন। তাদের তত্ত্ব ও চিন্তার বাস্তব রূপদান করেছিলেন ভ ই লেনিন রুশ বিপ্লবের মাধ্যমে, সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তাই মার্কসের নামের সঙ্গে যুক্ত হয়েছে লেনিনের নাম। পৃথিবীর দেশে দেশে বহু বহু বছর ধরে কোটি কোটি মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে স্লোগান – মার্কসবাদ-লেনিনবাদ, সর্বহারার মতবাদ। মার্কসবাদ-লেনিনবাদ- জিন্দাবাদ।
অসংখ্য জ্ঞানী মানুষের আবির্ভাব এই পৃথিবীতে হয়েছে। তবে মার্কসের মতো ব্যাপক প্রভাব বিস্তারী ক্ষমতা খুব বেশি জনের হয়েছে কি?
তার ‘ক্যাপিটাল'(পুঁজি) গ্রন্থটি বহুল পঠিত এবং বহুল আলোচিত।
কোনো ধর্মগুরু না হয়েও সব ধর্মমতের অসংখ্য মানুষকে তিনি তার অনুসারী বানাতে পেরেছেন। কম কথা নয় মোটেও। এমনটাই মনে করেন বহু বামপন্থীরা।
সমাজতান্ত্রিক বিশ্বব্যবস্থার পতনের পরও সমাজ, অর্থনীতি, রাজনীতির ক্ষেত্রে তার তত্ত্বীয় ধারণা নাকচ করতে পারা যাচ্ছে না সহজে।
সারা পৃথিবীব্যাপী আজকের এই বিশেষ দিন পালিত করে থাকেন বামপন্থীরা। দেশ তথা রাজ্যের বামপন্থীরা বিভিন্ন ধরনের সভা সমিতি শ্রদ্ধার্ঘ্য জানানোর ব্যবস্থা রেখেছেন আজ।
নদীয়ার শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে রক্তদানের আয়োজন করা হয়। যেখানে ছাত্র-যুব মহিলা শ্রমিক শিক্ষক এবং অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা উপস্থিত থেকে রক্ত দান করেন।