নদীয়ায় রক্তার্পণের মাধ্যমে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনে বিশেষ চাহিদা সম্পন্নদের সংগঠন “প্রতিবন্ধন”

Social

মলয় দে নদীয়া :-আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে “প্রতি বন্ধন” সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্নদের ক্রীড়া প্রতিযোগিতা এবং রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ শচীনন্দন দাস ব্রহ্মচারী,নদীয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি দীপক বসু, প্রবীণ সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, ওসি সুমন দাস, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামানিক, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক পূজা মৈত্র সহ শান্তিপুরের বিশিষ্ট সামাজিক সংস্থার বিভিন্ন কর্মকর্তাগন। মোট ৪২ জন রক্তদাতা হিসেবে নাম লিপিবদ্ধ করালেও বিভিন্ন প্রতিবন্ধকতা বিচারে ৩২ জন রক্তদান করতে সফল হন। বিভিন্ন বিশিষ্টজনরা বক্তব্যের মধ্য দিয়ে তাদের উৎসাহিত করেন।

সংগঠনের সভাপতি সুজন দত্ত বলেন “প্রতিবছর এই দিনটিতে আমরা রক্তদানের মধ্যে দিয়ে শপথ নিই সামাজিক দায়িত্ব পালনে, ক্রীড়া প্রতিযোগিতা করি থাকার জন্য এবং নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য।”

ক্র্যাচে ভর করেই , দৌড় প্রতিযোগিতায় নামলেন তারা, মুক এবং বধির ছেলেমেয়েরা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তারা। বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে মহিলারা মিউজিক্যাল চেয়ার খেলায় মাতলেন। হ্যান্ড স্যানিটাইজার মাস্ক বিতরণ, এবং অভিজ্ঞদের বিভিন্ন অভিজ্ঞতা শুনে দুপুরের মধ্যাহ্নভোজের মাধ্যমে নিজেদের অভাব অভিযোগ তুলে ধরলেন সরকারি আধিকারিকদের কাছে। তারাও আন্তরিকতার সাথে বিভিন্ন সমাধানের আশ্বাস দিলেন।

Leave a Reply