মলয় দে নদীয়া:- আষাঢ় মাসের রথের কথা তো সবাই জানেন কিন্তু এই সময়ে রথের মেলার আয়োজন। কিন্তু কেন? বুদ্ধ পূর্ণিমা তিথিতে শুক্রবার শ্রীকৃষ্ণের পুষ্প রথযাত্রা ঘিরে মাতোয়ারা এলাকাবাসী। নদীয়ার শান্তিপুর ফুলিয়া তালতলা এলাকায় ১৫ বছর ধরে হয়ে আসছে তাদের এই পুষ্প রথযাত্রা।
এদিন সকাল থেকেই রথ কে সাজিয়ে তুলেছেন ফুল দিয়ে। এই রথযাত্রাকে ঘিরে সাড়ম্বরে বসেছে মেলা। উদ্যোক্তারা জানান পূর্ববঙ্গে শ্রীকৃষ্ণের এই পুষ্প রথযাত্রা প্রচলন থাকলেও পশ্চিমবঙ্গে এখন তেমনভাবে পুষ্প রথযাত্রা আয়োজন করা হয় না। এছাড়া বলেন নদীয়া জেলা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে প্রসিদ্ধ। এখানে সমস্ত দেবদেবীর পূজোর আয়োজন থাকলেও শ্রীকৃষ্ণের রথযাত্রার আয়োজন নেই, তাই আমরা পূর্ববঙ্গের বেশ কিছু মানুষ মিলে এমন অনুষ্ঠানের শুরু করেছিলাম। সারা বছর এই গোপাল মূর্তিটি উদ্যোক্তারা নিজেদের বাড়িতে রেখেই পুজো করেন, এরপর বৈশাখী পূর্ণিমা তিথিতে সেই মূর্তি ওঠে রথে। এরপর এই গোপাল মূর্তিকে নিয়েই ফুলিয়ায় তালতলার মাঠে রথে তুলে ফুল দিয়ে সাজিয়ে মাঠে ঘোরানো হয়। তবে এই মেলা চলবে দুইদিন।