বুদ্ধ পূর্ণিমার দিনেই আদিবাসী সম্প্রদায়ের মারাংবুরুং দিবস

Social

মলয় দে নদীয়া:- কাঁচরাপাড়া দিসম মা মড়ে বঙ্গা বুরু আর লেকচার এনেজ — সেরেঞ এর পক্ষ থেকে শুক্রবার মারাং বুরং দিবস পালন করা হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই দিনটি আদিবাসী সমাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে, গিরিডিহের মারাং বুরু বা পরশনাথ পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ ফুট উপরে রয়েছে। জৈন তীর্থঙ্কর এবং সন্ন্যাসীদের যারা এই পর্বতে মোক্ষ লাভ করেছিলেন তাদের প্রায় ৩০টি মন্দির রয়েছে। অনেক মন্দির ২০০০ বছরেরও বেশি পুরানো বলে জানা যায়।

উদ্যোক্তারা জানান যে মারাং বুরু ধর্মপ্রাণ আদিবাসীদের জন্য যেমন তাৎপর্যপূর্ণ তেমনি হিন্দুদের জন্য অযোধ্যা রাম মন্দির, মুসলমানদের জন্য মক্কা ও মদিনা, খ্রিস্টানদের জন্য ভ্যাটিকান শহর এবং শিখদের জন্য স্বর্ণ মন্দির। এএসএ আদমশুমারিতে ‘সারনা’ ধর্মের অন্তর্ভুক্তির বিষয়টিও উত্থাপন করা দরকার এবং কুর্মি জাতিকে গুরুত্ব দেওয়া দরকার।

Leave a Reply