মলয় দে নদীয়া :-এক বৃদ্ধার হারিয়ে যাওয়া
মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক টোটো চালক। জানা যায় গতকাল শান্তিপুর বিহারিয়া মঠপাড়ার বাসিন্দা কৃষ্ণা প্রামাণিক ও পম্পা প্রামানিক সম্পর্কে তারা মা ও মেয়ে গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলেন কলকাতায়। এরপর শিয়ালদা থেকে শান্তিপুর আপ লোকাল ধরে রাত দশটা নাগাদ ফুলিয়া স্টেশনে নেমে টোটো করে বাড়ি ফেরে। এরপরই খাওয়া দাওয়া করে মোবাইল চার্জে বসাতে গিয়ে লক্ষ্য করেন যে তার ফোনটি নেই। কিছু বুঝে উঠতে না পেরে কৃষ্ণা দেবী তার ছেলেকে বলেন। পুত্র বিপ্লব প্রামাণিক বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। তিনি যোগাযোগ করেন এলাকারই এক টোটো চালককে সাথে। তখন সেই টোটো চালক ফুলিয়া এক নম্বর রেলগেটের টোটো স্ট্যান্ডে যোগাযোগ করলে জানতে পারেন যে তার মায়ের ফোনটি পাওয়া গিয়েছে।
আজ সকালে সেই মোবাইল ফোনটি টোটো ইউনিয়নের পক্ষ থেকে তুলে দেন বিপ্লব প্রমাণিকের হাতে। বিপ্লব বাবু ঘটনা পরিপ্রেক্ষিতে যোগাযোগকারী টোটো চালক এবং মোবাইল ফেরত দেওয়া টোটো চালকে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, অভাব থাকলেও উনাদের কাছে সততা শেখার আছে। আগামীতে তাদের পাশে দাঁড়াতে পারলে নিজেকে গর্বিত মনে করব। অন্যদিকে টোটোচালক বলেন যাত্রীরাই ভগবান, তাবাদেও অন্যের জিনিস নেওয়া ঠিক নয়, আমাদের প্রাপ্য শুধু পারিশ্রমিক।