দেবু সিংহ,মালদা: ইংলিশ বাজারের হায়দারপুর এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ উপলক্ষে মহিলাদের নামাজ পাটের আয়োজন। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলা নামাজ পাঠের আয়োজন করা হয়।
জানা যায় শনিবার সকালে খুশির ঈদ উপলক্ষে শহরের হায়দারপুর এলাকায় নামাজ পাঠে অংশ নেন শতাধিক মহিলা। বিশ্ব শান্তি থেকে শুরু করে প্রচন্ড দাবদহের হাত থেকে রক্ষা, দোয়া করেন মহিলারা। তার পাশাপাশি নামাজ শেষে একে ওপরে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান।
জানা যায় মালদা জেলায় একমাত্র হায়দারপুর এলাকায় প্রতিবছর ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয় মহিলাদের এই নামাজ পাঠ।