দীঘা সমুদ্র সৈকতে ভেসে এলো ডলফিন

Social

মদন মাইতি: দীঘা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। এই নিয়ে পর্যটন শহর সৈকনগরের দীঘায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনিভাবে পর্যটকরা সেলফি তোলার জন্য ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে।

আনুমানিক চারফুট লম্বা ।এই ডলফিনটিকে বর্তমানে ময়না তদন্তের পর পুঁতে ফেলা হবে দীঘা বনদপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সকাল নটার নাগাদ ওল্ড দিঘা ব্লুভিউ ঘাটের কাছে ভেসে আসে এই ডলফিনটি।

বনদপ্তের কর্মীদের কথায় এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে। কোন কারণে দলছুট হয়ে তারা পাড়ের দিকে চলে আসে। অথবা ট্রলার বা জাহাজের ফ্যানের ধাক্কায় অনেক সময় আহত হয়ে অনেক সময় তারা দিক ভ্রষ্ট হয়ে পাহাড়ের দিকে চলে আসে। এছাড়া বনদপ্তরের পক্ষ থেকে মনে করা হচ্ছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের জালেও অনেক সময় জড়িয়ে যায় এই ডলফিন গুলি। পরে মারা গেলে ওই সমস্ত মৎস্যজীবীরা তাকে সমুদ্রে ফেলে দিয়ে আসেন ।তখনই ভাসতে ভাসতে অনেক সময় পাড়ে চলে আসে । তবে এই সমস্ত প্রাণীরা মারা যাওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

Leave a Reply