মলয় দে নদীয়া:-হেলিকপ্টার তো আকাশে ওড়ে কিন্তু আপনাকে বললে কি বিশ্বাস করবেন এবার প্রিয় নদীয়ার শহর চাকদহের রাস্তায় ছুটে বেড়াবে হেলিকপ্টার। কি বিষয়টা একটু শুনতে গোলমেলে লাগছে তো? ভাবছেন হেলিকপ্টার রাস্তায় কি করে চলবে। মানুষ চাইলে কি না পারে, তাই এবার একটি আস্ত টোটোকে দেওয়া হলো হেলিকপ্টারের রূপ, যার মাথায় রয়েছে পাখা। আর অভিনব এই সৃষ্টি করলেন যিনি তার নাম গৌতম মালাকার।
তিনি জানালেন আনুমানিক ২ লাখেরও বেশী টাকা খরচা হয়েছে এই প্যাডেল হেলিকপ্টারটি বানাতে। সময় লেগেছে ২০ থেকে ২৫ দিন। বহু মানুষেরই ইচ্ছা থাকে হেলিকপ্টার চড়ার কিন্তু সখ থাকলেও হয়ে ওঠে না সাধ্য। তাদের কথা চিন্তা করেই তিনি এই অভিনব হেলিকপ্টারটি তৈরি করেছেন। যার কাজ এখনো বেশ খানিকটা বাকি আছে। কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগামী কয়েকদিনের মধ্যেই চাকদার রাস্তায় ছুটে বেড়াবে ব্যাটারি চালিত এই প্যাডেল হেলিকপ্টার। আপনিও এটি বুকিং করতে পারেন, জন্মদিন বিবাহ বার্ষিকী সহ বিভিন্ন ছোটখাটো মুহূর্ত সেলিব্রেট করার জন্য।