বাবু হক , হাওড়া: হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লক, আমতা বিধানসভার অন্তর্গত অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক ওস্তাদজী পাড়া তে ঘনশ্যামচক খানকাহ পাক কুল মশাই খানে তরীকতের জুমলা পীরের আস্তানার প্রতিষ্ঠাতা তথা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে অবস্থিত হজরত কোরবান শাহ ওলী আউলিয়া র বংশ ধর। বর্তমান হাওড়া জেলার জয়পুর থানার ঘনশ্যামচক ওস্তাদজী পাড়ার বাসিন্দা পীরে কামেল শাহ সুফি সাধক, শিক্ষক, বহু ভাষাবীদ হাফেজ কারী, মওলানা সেখ আব্দুল ওয়াহেদ চিস্তি, কাদেরীর বাৎসরিক ওরশ মোবারক পীরের সিলসিলা মোতাবেক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বাইশে চৈত্র ।
পীরের মুরিদান ভক্ত মেহমান, দর্শনার্থী রা স্বপরিবারে সমবেত হন আট থেকে আশি বছরের মহিলা ও শিশু সহ পুরুষ বিভিন্ন স্থানের বলে জানান বংশের ও উত্তরাধিকার ওয়াহেদ এর মেজলা শাহজাদার পৌত্র সেবাদাতা সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক সাহেব আমাদের প্রতিনিধিকে । ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান মানুষ, পীরের মুরিদান ভক্ত মেহমান, দর্শনার্থী রা স্বপরিবারে সমবেত হয়ে ওরশ মোবারক তথা মিলন উৎসবে যোগ দেন বলে জানান সেবাদাতা পুত্র বধূ আম্বিয়া বেগম মনু । সকল প্রকার সাথী দের মোবারক বাদ, শুভকামনা ও অভিনন্দন জানান সেবাদাতা পুতিন প্রতিভাবান শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধির মাধ্যমে ।সকলের সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়েছে সকলকে সচেতনতার সাথে সেবা কর্ম করার আহ্বান করা হয় বলে জানান গদ্দিনশিন মেজলা শাহজাদার একমাত্র পুত্র সেবাইত পীরজাদা সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক, তিনি বলেন সকলকে তাবারুক শিন্নি দেওয়া হয়। রফিকুল সাহেব আরো বলেন, সাত বৈশাখ আব্দুল ওয়াহেদ শাহর মেজলা শাহজাদা পীরে কামেল শাহ সুফি হজরত বহু ভাষা বীদ চিকিৎসক মওলানা সেখ মহম্মদ জহুরুল হক সাহেবের ওরশ মোবারক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিন্নি সালামতের মাধ্যমে । ঘনশ্যামচক খানকাহ পাক কুল মশাই খানে তরীকতের জুমলা পীরের আস্তানাতে শিন্নি সালামত দিয়ে ওরশ মোবারক শুরু হয় বলেন সেখ মহম্মদ রফিক ।