রায়গঞ্জঃ সুপ্রিম কোর্ট পুরির রথযাত্রাকে বিশেষ নিয়মে ছাড় দিয়েছেন। তা দেখে প্রতি বছরের মতো এবছরও রথের চাকা গড়ালো হেমতাবাদের বাহারাইল গ্রামে। করোনা আবহে সমস্ত নিয়ম মেনে এই রথযাত্রা মঙ্গলবার অনুষ্টিত হয়েছে। এই রথযাত্রার জন্য অবশ্য প্রশাসন অনুমতি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বহু বছরের প্রাচীন বাহাড়াইল রথযাত্রা কমিটি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল এবং গৌতম পালের উদ্যোগে পালিত হওয়ায় খুশি এলাকার মানুষ।
করোনা আবহে সমস্ত নিয়ম মেনে এদিন এই রথযাত্রায় সামিল সমস্ত মানুষের প্রথমে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যানিং, স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয় এরপর সামাজিক দুরুত্ব বজায় রেখে পাঁচশো মিটার দূরে রথ নিয়ে যাওয়া হয়। রথযাত্রা উপলক্ষ্যে স্থানীয় মন্দিরে পূজো অচর্নার পাশাপাশি ভক্ত সমাগম হয়েছিল। রথের দড়ি টানার আগে গৌতমবাবু নিজের হাতে এলাকার বাসিন্দা ও পুলিশ অফিসারদের মধ্যে হাতে স্যানিটাইজার স্প্রে করেন।