দেবু সিংহ ,মালদা-: রতুয়া বিধানসভার কাহালা গ্রাম পঞ্চায়েতের দুর্গা মন্দিরে কোনও বিশ্রামাগার নেই। এলাকায় একটিই মাত্র দুর্গা মন্দির। এলাকার মানুষেরা এখানে পূজার্চনার পাশাপাশি একটু সময় কাটাতে চান। কিন্তু কোনও বিশ্রামাগার নেই। সমস্যায় ছিলেন ভক্তরা। এলাকার মানুষদের বহুদিনের দাবি ছিল একটি বিশ্রামাগারের। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। কাজের সূচনা হল রবিবার থেকে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন যুব তৃণমূল নেতা ইয়াসিন শেখ। তিনি ফিতে কেটে কাজের সূচনা করেন। বলেন,‘আমরা চেষ্টা করছি ধর্মীয় স্থানগুলি সৌন্দর্যায়ন করতে। এলাকার মানুষেরা আমাকে জানিয়েছিল। সেই মতো এদিন থেকে কাজ শুরু হল, খুব শীঘ্রই কাজ শেষ হবে।’