আসন্ন চড়ক মেলা উপলক্ষে দীঘা উড়িষ্যা বড়ার লাগোয়া চন্দনেস্বর মন্দিরে ভক্তদের ও পর্যটকদের ঢল নামতে শুরু করেছে।করোনা পরিস্থিতির জন্য বিগত তিন বছর ধরে বন্ধ ছিলো এই চড়ক মেলা।এবছর আবার নতুন করে শুরু হয়েছে চড়ক উৎসব। পর্যটক থেকে শুরু করে ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন বলে জানালেন মন্দির ট্রাস্ট কমিটির সম্পাদক তপন পন্ডা।
তিনি আরো বলেন বিভিন্ন রাজ্য থেকে বহু ভক্তরা এখানে আসেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্তবৃন্দ এখানে অর্ঘ্য দিতে আসেন। এবার বাঙ্গালীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন থাকছে প্রশাসনিক তর্কতা থাকার ব্যবস্থা পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা তেমনি ভাবে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে, তপনবাবু আরো বলেন এবারে ভক্তদের প্রবেশ মূল্য হিসেবে পূর্বের ন্যায় দশ টাকা নির্ধারিত করা হয়েছে। তিনি আরো আবেদন জানান এখনো কয়েক দিন ধরে ভক্তদের অর্ঘ্য দেওয়ার পর্ব চলবে, তাই সবাই যাতে সহযোগিতার হাত বাড়ান তার আহ্বান জানান।