রায়গঞ্জঃ স্কুলের বেতন মুকুবের দাবীতে রীতিমতো অভিভাবক মঞ্চ গড়ে আন্দোলনে নামলেন রায়গঞ্জের একটি কেজি স্কুলের অভিভাবকরা। বৃহস্পতিবার রায়গঞ্জে উকিলপাড়ায় ওই কেজি স্কুলের সামনে অভিভাবক মঞ্চের পক্ষ থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন শুরু করেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, লকডাউনের মধ্য বিদ্যালয় বন্ধ রয়েছে। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্র ছাত্রীদের অভিভাবকদের কাছে চিঠি জানিয়েছেন তিন মাসের বেতন বিদ্যালয়ে জমা করার জন্য বলেছেন।
অভিভাবকদের দাবী, লকডাউনের ফলে তাদের আর্থিক অনটনের মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন। কি করে তারা তিন মাসের বিদ্যালয়ের বেতন দিতে তারা অপারগ। এই বিষয়ে তারা প্রশাসনের দ্বরস্থ হবেন বলেও জানিয়েছেন। তাদের দাবী মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুকমী দিয়েছেন অভিভাবকেরা।
অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, লকডাউন হওয়ার ফলে কিছু কিছু অভিভাবকদের আর্থিক অবস্থা হওয়ায় অভিভাবকদের নিয়ে বৈঠক হয়েছিলো। অভিভাবকদের বলা হয় তাদের নাম,ঠিকানা, কি করেন তার নথি দিতে বলা হয়েছিলো। তারপর বিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তা করবে কার কতটুকু বেতন মুকুব কারা যায়। কিন্তু অভিভাবকেরা চাইছেন লকডাউনে তিন মাস বিদ্যালয় বন্ধ থাকার জন্য তিনমাসের বেতন মুকুব করতে হবে, যেটা বিদ্যালয়ের পক্ষে সম্ভব নয়।