তুলসী বাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিনামূল্যে স্বাস্হ্য পরীক্ষা শিবির

Social

বাবু হক, হাওড়া: হাওড়া জেলার রাজাপুর থানার তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার অভিরামপুরে , ইণ্ডিয়ান ফার্মার্স ফাটিলাইজার কো অপারেটিভ লিমিটেড হাওড়া উদোগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে চোখ দাঁত মেডিসিন শিশু চিকিৎসা ও ফ্রি পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ দেওয়া হয়েছে ।

এলাকার বাসিন্দারা মহিলা ও শিশু সহ পুরুষ কয়েক শতাধিক জনের চিকিৎসা ও পরীক্ষা করে ঔষধ দেওয়া হয়েছে ।অভিরামপুর শ্রীরামপুর সুমদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেড ভবনে। বিশিষ্ঠ চিকিৎসক, সহযোগি একদল কর্মী এদিন চক্ষু পরীক্ষা স্বাস্হ্য পরীক্ষা করে । কামিনা সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটি র সহ যোগিতার হাত বাড়িয়ে দেয় বলে জানা গেছে ।সুশ্রুত আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার, আশা হসপিটাল এর বিশিষ্ট চিকিৎসক, সহযোগি একদল কর্মী এদিন চক্ষু পরীক্ষা স্বাস্হ্য পরীক্ষা করে দেখা যায় । এছাড়াও এদিন বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে তারাও সহযোগিতায় হাত বাড়িয়ে দেন ।

Leave a Reply