নদী বাঁচানোর লক্ষ্যে সাইকেলে চেপে পাহাড়ের দিকে রওনা দিলেন নদীয়ার যুবক

Social

সোশ্যাল বার্তা  : নদী বাঁচানোর লক্ষ্যে সাইকেলে চেপে পাহাড়ের দিকে রওনা দিলেন নদীয়ার যুবক। গন্তব্যস্থল নদীয়ার  বাদকুল্লা থেকে কাঞ্চনজঙ্ঘার কোলে টাইগারহিল।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলার নদীদের কথা বলতে ও সবার মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে বেরিয়ে পড়লেন নদীয়ার বাদকুল্লার ২৬ বছরের পেশায় সবজি বিক্রেতা তরুণ অরূপ মণ্ডল। সবজি বিক্রি করলেও মাঝে মাঝে বাবাকে চাষের কাজে সহযোগীতা করেন।

“নদী বাঁচলে জীবন বাঁচবে”। অবিরল ও নির্মল বইতে দিন নদীদের- এইরকম বিভিন্ন বার্তা অরূপ তার ৬০০ কিলোমিটারের যাত্রা পথে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরবেন।

অরুপ নিজে “জলঙ্গি নদী সমাজ”(কৃষ্ণনগর) নামে একটি সংগঠনের সদস্য। তাই সঙ্গে নিয়েছেন ওর প্রানের নদী জলঙ্গীর একটুখানি মাটিও। রেখে আসবেন হিমালয়ের পায়ে। গাড়ওয়ালে সাম্প্রতিক হিমবাহ ধ্বসের পেছনে মানুষের অপরিনামদর্শী প্রকৃতি বিরোধী কাজের কথাও মাথায় রেখেছেন অরূপ। রবিবার সকাল বেলা বাড়ি থেকে বের হওয়ার পরে “জলঙ্গি নদী সমাজ” এর সদস্যবৃন্দ অরূপকে নদীয়ার ধুবুলিয়া অবধি এগিয়ে দেন।

জলঙ্গি,অঞ্জনা, চূর্ণী সহ একাধিক নদী বাঁচানোর লক্ষ্যে তাঁর এই সাইকেল যাত্রা। অরুপ জানিয়েছেন সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতেই তাঁর এই পদযাত্রা। যাত্রা পথে বিভিন্ন সংস্থা তাকে সহযোগীতা করবেন বলে জানা গেছে।

Leave a Reply