মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে গত ১০-১১ এবং ১২ই মার্চ তিন দিনব্যাপী আয়োজিত হল এক সংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৭৬ সাল থেকে সপ্ত সুর মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা সারা বছর অনুশীলনের পর , বাৎসরিক এই অনুষ্ঠানে নিজেদের উপস্থাপিত করে থাকেন, সংস্কৃতি প্রবণ দর্শক এবং শ্রোতাদের সামনে।
সপ্ত সুর মিউজিক কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নাচ গান, তবলার লহরা সহ বেশ কয়েকটি বাদ্যযন্ত্র শেখানো এবং জাতীয় স্তরে পরীক্ষার ব্যবস্থা এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এ বছরেও ৩০৬৬ জন ছাত্র ছাত্রী বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিয়েছে। কলেজের অধ্যক্ষ সঞ্জীব প্রামানিক জানান, শুরু থেকেই তবলার শিক্ষক নিলয় কুন্ডু রয়েছেন, নাচের ক্ষেত্রে অভিজ্ঞ তিন শিক্ষিকা রয়েছেন, এবাদেও বিভিন্ন বাদ্যযন্ত্রে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন। এবারে ৪৮ তম তিন দিনের এই বাৎসরিক অনুষ্ঠানের প্রথম দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ,সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ সহ অন্যান্য সাংস্কৃতিক সংস্থার কর্ণধার, এবং বিশিষ্টজনেরা।
অন্যান্য সংগীত শিক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এবং বিশিষ্ট তবলা এবং অন্য বাদ্যযন্ত্রের শিক্ষকদের সংবর্ধিত করা হয়।
বিগত দুদিন যাবত রবীন্দ্র সংগীত নজরুল গীতি এবং বিভিন্ন ধরনের আধুনিক গান তবলার লহরা নৃত্য প্রদর্শনী অনুষ্ঠিত হলেও তৃতীয় দিনে বিশেষ আকর্ষণ, অর্কেস্ট্রা সহযোগে বিচিত্রা অনুষ্ঠান, তবে বিগত দিনের ছাত্র-ছাত্রীরা আজ বিশিষ্ট সংগীত শিল্পী হয়ে ওঠা এই সপ্তসুর মিউজিক কলেজের ছাত্র-ছাত্রীরাই আজ হল ভর্তি সংগীতপ্রেমী উৎসাহী শ্রোতা দর্শকদের মন মাতালো।