রায়গঞ্জঃ ঐতিহ্য হারাচ্ছে ইসলামপুরের সূর্যাপুরী আম। এক্টা সময় ইসলামপুর মহকুমার গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে সূর্যাপুরী আমের গাছ ছিল। কিন্তু বর্তমানে সেই সমস্ত আমের গাছ আর দেখাই যায় না। স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত এই আমের চাষে আগ্রহ বৃদ্ধিতে সরকারি উদ্যোগের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের বক্তব্য, ১৯৫৬ সালের আগে এই মহকুমার বিস্তীর্ণ এলাকা আগে বিহারের মধ্যে ছিল। কৃষিকাজই ছিল মানুষের প্রধান জীবিকা। সেসময় থেকেই এলাকায় স্বাভাবিক উদ্ভিদের মতোই য়েখানে সেখানে সূর্যাপুরী আমের গাছ ছিল। আমের বাগানও ছিল প্রচুর। জুন মাসে এই আম পাকলে প্রতি বাড়িতেই যেন উৎসব লেগে যেত। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়েছে। ফলে সূর্যাপুরী আমের গাছ এখন এলাকায় খুব কমে গিয়েছে। কয়েক বছর আগে এলাকার কিছু আমচাষিকে সরকার থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বর্তমানে জেলায় প্রায় ২৫০ থেকে ৩০০ হেক্টর জমিতে সূর্যাপুরী আমের চাষ হয়। ইসলামপুর মহকুমা এলাকায় এই চাষ বেশি হয়। হেক্টর প্রতি ১৫ মেট্রিক টন আমের ফলন হয়। জেলায় অধিকাংই আমের বাগান ছোট। বড় বাগান খুব বেশি নেই। স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বিখ্যাত আম এখন লুপ্ত হতে চলেছে।