উচ্চতা চার ফুট ! সারা ভারত দেহ দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয় করে ফিরলো নদীয়ার ভাস্কর

Social

মলয় দে নদীয়া:- মাত্র চার ফুট দুই ইঞ্চি উচ্চতা,পঞ্চাশ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও সারা ভারত দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্চ জিতে নেয়।নদিয়ার গাংনাপুর থানার গোপিনগর বেলে হাটি গ্রামের ছাব্বিশ বছরের যুবক ভাষ্কর বিশ্বাস।টাকার অভাবে বিএ পড়াটাও শেষ করতে পারিনি। ছোট বেলা থেকে অভাব অনটনের সংসার গত ২০১৯ সালে বাবা কে হারায়।মা কুমকুম বিশ্বাস এবং ভাষ্কর এই দুজনের সংসার।ভাষ্কর নিজে একটি বেসরকারি সংস্থায় কাজ করে কোন মতে সংসার চলে।অদম‍্য জেদ ও মানসিকতায় ভাষ্কর কে সারা ভারতের মানুষ চেনে।গত চৌঠা মার্চ ও পাঁচই মার্চ মধ‍্যপ্রদেশে রাতালামে অনুষ্ঠানিত ভারতীয় বডি বিল্ডারর্স ফেডারেশন আয়োজিত মিষ্টার ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতায় অনুর্ধ্ব ষাট কেজি বিভাগে সারা ভারত থেকে আসা পঁচিশ জন প্রতিযোগিদের পিছনে ফেলে নজির গরলেন নদিয়ার গাংনাপুরে ভাষ্কর বিশ্বাস।

দেহ সৌষ্ঠব প্রতিদিন এক ঘন্টা প্র‍্যাক্টিস করে।ঠিক মতোন যে খ‍াদ‍্যের প্রয়োজন সেই খাদ‍্য যোগার করতেই হিমসিম খেয়ে যান।নুন আনতে পান্তা ফুরায় এই ঘরে দেহ সৌষ্ঠব বা বডি বিল্ডিং করা টা সাজে না বললেই চলে।গত পাঁচ বছর ধরে নিয়মিত প্র‍্যাক্টিস করে চলেছে।

Leave a Reply