মলয় দে নদীয়া:- এখনকার নব যৌবনের ছাত্র-ছাত্রীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি স্মার্ট ফোনসঙ্গী করে রেখেছে নিজেদের কাছে। পড়াশোনা বাদে বাকি সময়টুকু বেশিরভাগই ব্যায় করে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু নদীয়ার শান্তিপুরের বি,এড, ফাইনাল ইয়ারের ছাত্রী দেবপ্রিয়া দাস তার অভিনব চিন্তাভাবনায় বাড়িতে বসেই ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিস দিয়ে তাতে নিজের হাতে আর্ট করে সেগুলি ব্যবহার করার উপযুক্ত করে তোলেন। যেমন সুতির শাড়ির উপরে ফেব্রিক দিয়ে ছবি আঁকা, ফেলে দেওয়া ডিমের খোলা দিয়ে কাটুন তৈরি করা, প্লাস্টিকের বোতল বা মাটির কলসির গায়ে রং তুলির মাধ্যমে বিভিন্ন ধরনের আলপনার মত ডিজাইন করা। তার কর্মকাণ্ডের অভিজ্ঞতাই দেবপ্রিয়া দাস জানান, আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন থেকেই আমি ভাবতাম পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব ছবি আঁকা ও প্রিন্টিং এর উপরে আমার আগ্রহ ছিল আগে থেকেই, তাই বাড়িতে বসেই বাকি সময়টুকু নষ্ট না করে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি করি বিভিন্ন ধরনের ঘরে সাজিয়ে রাখার মতো সৌখিন জিনিসপত্র। তবে আমার হাতের কাজের জন্য বাড়ির আশেপাশের বন্ধু-বান্ধবীরা অনেকটাই আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। এছাড়াও সবথেকে বেশি সাহায্য করেছে আমার মা সহ গোটা পরিবার, তারা যদি আমাকে আর্থিক সাহায্য ও সময় সুযোগ না করে দিত আজকে হয়তো আমি করতে পারতাম না। আমি আমার নিজের অভিজ্ঞতা তেই এই কাজগুলি করতে সক্ষম হয়েছি, আগামী দিনে আমার ইচ্ছে, আমার হাতের কাজের উপরেই আমি যেন অনেক দূর পৌঁছাতে পারি।