ছত্রাকঘটিত রোগের সমস্যায় বিপদে পড়েছেন কয়েকশ গোলাপ চাষি

Social

পূর্ব মেদিনীপুর জেলা ফুল উৎপাদনের জন্য বিখ্যাত তবে গোলাপ ফুল পূর্ব মেদিনীপুরের এক অন্যতম বানিজ্যিক ভাবে ফুল চাষ হয়ে থাকে। জেলার পাঁশকুড়া কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকে গোলাপের চাষ ব্যপক হারে হয়ে থাকে। তবে এলাকায় বছর তিনেক ধরে পাঁশকুড়া ব্লক এলাকায় গোলাপ চাষিরা চরম সঙ্কট এর মধ্যে পড়েছেন। মূলত ছত্রাক ঘটিত সমস্যার কারনে বিঘের পর বিঘে গোলাপের জমি ফুল আসার মুহূর্তেই শুকিয়ে নষ্টের পাশাপাশি গোলাপ গাছের ডালটিও শুকিয়ে ঢলে পড়ছে।

বর্তমান সময়ে যখন গোলাপের মরশুম ঠিক সেই সময় লক্ষ লক্ষ টাকার গোলাপ প্রতিনিয়ত নষ্টের মুখে। চাষিদের কথায়, তারা বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ঔষধ দিলেও কোন কাজ হয়নি। মূলত সঠিক কি রোগসনস্যা তা ধরতে পারছেন না কৃষকেরা। যার ফলে কোন ভাবেই নিয়ত্রণ করতে পারছেন না এমন টাই দাবী আমরা।তবে কৃষি দপ্তরের বক্তব্য ছত্রাক ঘটিত সমস্যার কারণেই ঘটছে এই সমস্যা।পাঁশকুড়া ব্লকের কেশাপাট মাইসোরা, মহৎপুর, পূর্ব গুড়তলা সহ একাধিক এলাকায় গোলাপের জমি বিগত দু’বছর আগেও এই সমস্যার মধ্যে পড়ে ছিল। এ বছরও একই ভাবে এই ছত্রাকঘটিত সমস্যায় পড়েছেন কয়েকশ গোলাপ চাষি।যার ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে এই মুহুর্তে। তবে এথেকে সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানালেন যুগ্ম কৃষি অধিকর্তা (পি) (ফার্টিলাইজার) হেড কোয়ার্টার, কোলকাতা ড: মৃণাল কান্তি বেরা।

Leave a Reply