দেবু সিংহ,মালদা: গত ১৯ নভেম্বর মালদার বৈষ্ণবনগরের জয়ন্ত মণ্ডলের মা বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ। আত্মীয় স্বজনের বাড়িতে হন্যে হয়ে খুঁজে চলেছেন ছেলে জয়ন্ত মন্ডল। বৈষ্ণবনগর থানায় নিখোঁজের অভিযোগও করা হয়েছে।
নিখোঁজ হওয়া ১৪ দিন হয়ে গেলেও এখনও কোনও খোঁজ নেই। মুর্শিদাবাদের বহরমপুর, ফরাক্কা-সহ বিভিন্ন এলাকা, এমনকী মালদার বিভিন্ন এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এবার জনবহুল এলাকাগুলিতে মায়ের পরিচিতি দিয়ে পোস্টার সাঁটার পরিকল্পনা নিয়েছেন ছেলে জয়ন্ত। গতকাল তাঁকে দেখা গেল মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটাচ্ছেন।