শিয়ালদহ কৃষ্ণনগর শাখায় ট্রেন বিভ্রাটের কারণে  থানার উদ্যোগে হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা

Social

মলয় দে নদীয়া:- ট্রেন বিভ্রাটের শিকার এবার হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা। অবশেষে আজ শনিবার ১১ ই মার্চ চাকদহ থানার উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হল। প্রসঙ্গত আজ সকাল থেকেই আপ এবং ডাউনের সমস্ত লোকাল ট্রেন দেরিতে চলছে নৈহাটি শাখায় কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন বাতিলও হয়েছে। যার ফলে সমস্যায় সম্মুখীন হচ্ছে নিত্যযাত্রীরা। সেরকমই চোদ্দ জন হাই মাদ্রাসার ছাত্রী পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলে গোপালনগর স্টেশনে গিয়ে তারা জানতে পারে ট্রেন বন্ধ। এরপর তারা বাসে করে চলে আসে চাকদায় কিন্তু চাকদা এসেও তারা দেখতে পায় ট্রেন ঠিকঠাক চলছে না এরপরই তারা চাকদহ থানার দারস্থ হয়।

অবশেষে চাকদহ পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় তাদেরকে গাড়ি করে পৌঁছে দেওয়া হয় রানাঘাটে তাদের পরীক্ষা কেন্দ্রে।

Leave a Reply