দেবু সিংহ,মালদা : মালদায় পর্যটন ক্ষেত্রে আকর্ষণ বাড়াতে হোমস্টে তৈরি করার উদ্যোগ নিল জেলা প্রশাসন । ইতিমধ্যে রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে মালদায় হোমস্টে করার ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। ইতিমধ্যে হোমস্টে করার জন্য মালদার ১০০ জন বাসিন্দা জেলা প্রশাসনের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন। সেই অনুমতি পেলে রাজ্য সরকারের কাছ থেকে দেড় লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা পাওয়া যাবে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
গাইডলাইন অনুযায়ী যেখানে হোমস্টে হবে সেখানে পর্যটকদের জন্য পৃথক অত্যন্ত ১২০ বর্গ ফিটের ঘড় এবং সঙ্গে শৌচাগার থাকতে হবে।
মালদা জেলার ইতিহাস সমৃদ্ধ গৌড়, আদিনা পান্ডুয়া , জগজীবনপুর পর্যটন কেন্দ্রে আর ও বেশি করে পর্যটকদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন হোমস্টে গড়ার উদ্যোগ নিয়েছে। হোমস্টে করার সাথে সাথে জেলাতে কর্মসংস্থান বাড়বে বলেও মনে করা হচ্ছে।জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, হোমস্টে তৈরি হয়ে গেলে সেই সংক্রান্ত তথ্য রাজ্য পর্যটন দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা থাকবে । এবং সেখানেই অনলাইন বুকিং করার ব্যবস্থা থাকবে।