দোলের প্রাক মুহুর্তে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির, উপস্থিত বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা

Social

মলয় দে নদীয়া :- নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে প্রাচীন মায়াপুর স্থিত রামকৃষ্ণ মিশনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমরেশ্বরানন্দ সহ আরো অনেকে। মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে করা হলো এই রক্তদান শিবির। রাজ্যে যে রক্ত সল্পতা রয়েছে তা দূরীকরণে ও কোন মুমূর্ষু রোগী যেন রক্তের অভাবে প্রাণ না হারায় সেদিকে লক্ষ্য রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন।

এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। এ বিষয়ে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ স্বামী অমরেশ্বরানন্দ বলেন, দোলের প্রাক মুহুর্তে সারা নবদ্বীপ ভেসে উঠেছে হরিনামে এবং দেশ-বিদেশ থেকে আশা হাজার হাজার ভক্ত মেতে উঠেছে পরিক্রমায়। তাই এই মুহূর্তে মুমূর্ষ মানুষদের পাশে দাঁড়াতেই রামকৃষ্ণ মিশন এগিয়ে এসেছে রক্তদান শিবিরে। স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী রামকৃষ্ণ মিশন এগিয়ে চলেছে এই পথ ধরে।

Leave a Reply