মলয় দে নদীয়া :- সরকারি বিভিন্ন পরিষদের ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক, কিন্তু শিশুদের এবং বৃদ্ধদের আপডেটের ব্যবস্থা সেই তুলনায় যৎ সামান্য। ফলে বিভিন্ন পরিষেবা সহ, মূল রেশন থেকে বঞ্চিত বহু গ্রাহক।
রেশন ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে বৃদ্ধদের ফিঙ্গারপ্রিন্ট বদল হয় আর সেই কারণেই প্রয়োজন হয় আপডেটের।
আপডেট না হলে, রেড আন্ডারলাইন হয়ে যাচ্ছে। আপডেট করার দায়িত্ব তাদের নয়, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে এসে মানুষের অভাব অভিযোগ জানাচ্ছেন, কখনো কখনো তা বচসায পরিণত হচ্ছে।
অন্যদিকে সরকারি রেশন থেকে বঞ্চিত গ্রাহকরা জানাচ্ছেন, যে পরিমাণে শিশু এবং বৃদ্ধদের আধার কার্ড আপডেট করার প্রয়োজন সেই তুলনায় নিয়ম রক্ষার জন্য একটি বা দুটি সেন্টার করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তাও নির্দিষ্ট সংখ্যা পেরোলাই তা বন্ধ হয়ে যায়। এ দপ্তর থেকে ও দপ্তর বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েও মেলেনি ফল।