ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে ভারী ও মাঝারি বৃষ্টিপাত

Social

সোশ্যাল বার্তা : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে ভারী ও মাঝারি বৃষ্টিপাত । চলতি বর্ষার মরসুমে ভারী বৃষ্টিপাতের পরিমান যথেষ্ট কম দেখা গেলেও, রবিবার ভোররাত থেকে শুরু হয়েছে ভারী ও মাঝারি বৃষ্টিপাত । বোরো ধান চাষের পক্ষে চাষিদের কাছে এটা খুবই খুশির খবর হলেও রবিবার ছুটির সকালে বৃষ্টিপাতের কারণে স্তব্ধ পূর্ব মেদিনীপুর জেলার জনসাধারনের স্বাভাবিক জনজীবন ।

ভোর রাতের ভারী ও মাঝারি বৃষ্টিপাতের ফলে তমলুক মেছাদা, রাজ্য সড়ক ও NH6- NG 41 জাতীয় সড়কের বেশ কিছু এলাকায় জল জমতে দেখা গিয়েছে , অস্থায়ী দোকান বাজার ও গ্রামীণ হাট গুলিতে বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা গিয়েছে । বেশ কিছু জায়গায় অস্থায়ী দোকানপাট বন্ধ । তবুও ছুটির সকালে অপেক্ষারত বৃষ্টির আনন্দ উপভোগ করতে ছাতা হাতে রাস্তায় বেরাতে দেখা গিয়েছে সাধারণ মানুষদেরকে ।

Leave a Reply