মলয় দে নদীয়া:-সম্প্রতি নদীয়ার ফুলিয়ায় মধ্যরাত্রে এক অদ্ভুত জন্তুর আওয়াজে আতঙ্কিত গ্রামবাসীদের পাশে থেকে সাহস যোগানো, ও অন্যান্য এলাকার সাধারণ মানুষের সচেতনতা র উদ্দেশ্যে বন্যপ্রাণী ও পাখি দের নির্ভয় নিরাপদে বাঁচার অধিকারের বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে আজ বাহাদুরপুর পলাশগাছি বিট অফিস থেকে বিট অফিসার নিরঞ্জন দাস, বনরক্ষী উত্তম গড়াই, শান্তিপুর সাইন্স ক্লাবের পক্ষ থেকে অনুপম সাহা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সকাল 9 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত সারা শান্তিপুর এবং সন্নিহিত এলাকাগুলিতে প্রচার চালায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অনুযায়ী কচ্ছপ, ভাম পেঁচা হরিয়াল বাগরোল, শুশুক ভোঁদড় বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী ধরা কেনা বেচা এবং হত্যা করা দন্ডনীয় অপরাধ।
নিরঞ্জন দাস দু-একটি জায়গায় পথসভা মাধ্যমে মানুষের কাছে অনুরোধ করেন বেশকিছু পশুপাখি লুপ্তপ্রায় হয়ে পড়েছে আমাদেরই কিছু অসাবধানতায়। তাই আর নয় সকলেরই বাঁচার অধিকার আছে। বন্যেরা বনে সুন্দর ,শিশুরা মাতৃক্রোড়ে।