ডায়াবেটিস রুগির সংখ্যা কমাতে উদ্যোগে ! বিশেষ প্রচারের প্রয়োজন আর্জি চিকিৎসকের

Social

তমলুকঃ বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। যা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাতেও পালন করা হচ্ছে। অন্যান্য দেশগুলিতে এই রোগের সংখ্যা অনেক কম। বাংলাতেও যাতে রুগীর সংখ্যা কমাতে হয় তাহলে রাজ্য সরকারকে বিশেষ উদ্যোগ গ্রহন করে প্রচার বাড়াতে হবে। তা না হলে এই রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাবে। তাই চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য জানান, রোগ মুক্ত এলাকা গড়ে তুলতে হলে সাধারন মানুষকে সচেতন করতে। অনেক শিক্ষিত মানুষ আছেন যারা এই রোগ নিয়ে সেইভাবে গুরুত্ব দেয় না।ফলে অন্যান্য জায়গার পাশাপাশি বাংলায় রুগির সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই সরকারি বা বেসরকারি ভাবে এই রোগের সচেতনতার প্রচার বাড়াতে হবে।

এদিন তমলুকের নিমতৌড়িতে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, নন্দকুমার ব্লকের সভাপতি দীননাথ দাস সহ অন্যান্য।এদিন বেশ কয়েকটি ট্যাবলো যা জেলার বিভিন্ন প্রান্তে ডায়বেটিস সংক্রান্ত বিষয়ে প্রচার চালাবে সেই ট্যাবলো উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এদিন সংস্থার পক্ষ থেকে যেমন ডায়াবেটিস নিয়ে সেমিনারের আয়োজন করা হয় তেমনি ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়। এই ধরনের সেমিনার ও ডায়াবেটিস রোগ নির্ণয়ের ব্যবস্থা করা খুশি স্থানীয় মানুষ।

নন্দকুমারের বিধায়ক সুকুমার দে জানান, শিশু দিবসের পাশাপাশি আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। সেই কারনে আমাদের বিশেষ ক্যাম্প চালু করা হয়েছে। সেই ক্যাম্পে যেমন ডায়াবেটিস রোগ চেকাপের ব্যবস্থা তেমনি বিনামূল্যে ওষধ প্রদান করা হচ্ছে।

Leave a Reply