নিউজ সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি কুমোর পাড়া ঘোষ লেনের বাসিন্দা শিব নারায়ন স্বর্ণকারের মৃত্যু হয়েছিল ২০১৫ সালের ২৯শে এপ্রিল । ছেলে-মেয়েরা প্রতি বছরই এই দিনটি পালন করে চলেছে বাবার মৃত্যুবার্ষিকী হিসেবে ।
করোনার ভয়াল গ্রাসে লকডাউন চলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ । পরিবারের পক্ষ থেকে এবছরে আত্মীয়-স্বজন কারোর জন্য কোন খাওয়ার দাওয়া বা নিমন্ত্রন পর্যন্ত করেননি । আত্মীয় সজন বন্ধু বান্ধবদের না খাইয়ে, সেই অর্থে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব মেনে এলাকার দরিদ্র মানুষদের ত্রান সামগ্রী বিতরণ করলেন ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের শিক্ষিকা শুচিস্নিগ্ধা স্বর্ণকার ও তার বোন বিশিষ্ট বিজ্ঞানী ড. স্নেহসিক্তা স্বর্ণকার । অাজ তাদের বাসগৃহ থেকে ২০০টি দুঃস্থ পরিবারকে এই করোনা মহামারীর সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ প্রাপক এলাকার অঞ্জনা মণ্ডল বলেন, “ওনাদের বাবার মৃত্যুবার্ষিকীতে দিদিরা গরিব-দুঃখীদের প্রতিবছরই খাওয়ান এবার সাধারণ মানুষের জন্য সাহায্য করলেন খুব উপকৃত হলাম । ওনার বাবার আত্মার শান্তি কামনা করি ।”
এ প্রসঙ্গে ড. স্নেহসিক্তা স্বর্ণকার বলেন ” অাজ বাবার মৃত্যুবার্ষিকী । প্রতিবছরই পরিবারের পক্ষ সাধারণ মানুষের জন্য কিছু করা হয় ।সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই আয়োজন” ।
শিক্ষিকা সুচিস্নিগ্ধা স্বর্ণকার বলেন ” এই বিপদের দিনে ওরা তো আমাদের মুখ চেয়ে বসে আছে তাই ওদের পাশে থাকার চেষ্টা করলাম ।”