বাড়ছে ডি এ আন্দোলনের তীব্রতা ! মাধ্যমিকের আগের দিনে উপচে পড়ল ভিড়

Social

সোশ্যাল বার্তা: কলকাতার শহিদ মিনারের পাদদেশে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। ২৫ টির অধিক সংগঠন মিলে তৈরি হয়েছে যৌথ মঞ্চ। গত ২০ এবং ২১ শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের যৌথমঞ্চ।

রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা ওই দুইদিন কাজে যোগ না দিলে ‘সার্ভিস ব্রেক’ হবে কর্মীদের। যদিও সেই নিষেধাজ্ঞা না মেনে সোমবার ও মঙ্গলবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করতে দেখা যায় একাংশ সরকারি কর্মীদের। বিদ্যালয় গুলিতে এর প্রভাব পড়ে বেশি । তবে ডিএ-র দাবিতে আন্দোলন আরও ক্রমশ তীব্র হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, সরকার বকেয়া ডিএ মেটানোর জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করছে না, তাই বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে। শহিদ মিনারের পাদদেশে ২৬ দিন ধরে আন্দোলন চলছে। ১২ দিন ধরে হচ্ছে অনশন। কিন্তু এরপরেও সরকার কোনও পদক্ষেপ নেয়নি।

বুধবার বেলা ১টা নাগাদ মঞ্চের সামনে প্রচুর পরিমাণে ভিড় পরিলক্ষিত হয়। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা। যৌথ মঞ্চের এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করতেও দেখা যায়।

গতকাল থেকে বকেয়া মহার্ঘ ভাতা ও স্বচ্ছ নিয়োগের দাবিতে অনশন শুরু করেছেন শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল। তিনি বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের সদস্য (BGTA)। তিনি জানান, ” আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ মিটিয়ে দেওয়া “।

Leave a Reply