সোশ্যাল বার্তা : গত বছরের ২৬ শে জুলাই অরাজনৈতিক শিক্ষক সংগঠন UUPTW’র নেতৃত্বে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামোর দাবিতে কলকাতার উন্নয়ন ভবনের রাস্তায় ১৪ দিনের অনশন কর্মসূচি শেষ হয়েছিল দাবী আংশিক পূর্ন হওয়ায় ফলে। রবিবার তারই এক বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো নদীয়া জেলার প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি’র উদ্যোগে ।
কৃষ্ণনগরে পুরসভার নেতাজী ভবনে সংগঠনের পক্ষ থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সংক্রমণ ঠেকাতে রক্তদান শিবির শুরুর পূর্বে পুরো ভবনটি করা হয় স্যানিটাইজ । প্রত্যেককে মাস্ক
এবং গাছের চারা দিয়ে পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয় ।
উদ্যোক্তারা পক্ষে অন্যতম সুজয় সাহা জানান” একদিকে প্রচন্ড গরম অন্যদিকে করোনা আবহ ফলে রাজ্যের অধিকাংশ ব্লাড ব্যাংক রক্তশূন্য । মুমূর্ষু ব্যক্তিও থ্যালাসেমিয়া রোগীদের রক্তস্বল্পতা মেটাতেই আমাদের এই উদ্যোগ ।”
এই শিবিরের মোট ২১ জন রক্তদাতা রক্তদান করেন তাদের মধ্যে ৩ জন প্রথম রক্তদাতা ।