অষ্টমতম বিশ্ব যোগা দিবস উপলক্ষ্যে নদীয়ার নবদ্বীপে সারাবাংলা যোগাসন প্রতিযোগিতা 

Social

মলয় দে নদীয়া:-২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়।

২১শে জুন ২০২২ মঙ্গলবার অষ্টমতম বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে নদীয়ার নবদ্বীপে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যা পালিত হতে চলছে। শহরের
পাকা টোল রোড পুরনো সংস্কৃত কলেজ ভবনে যোগায়নের পক্ষ থেকে ১০ দিনব্যাপী বিভিন্ন
কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামীকাল ১৯শে জুন রবিবার থেকে শুরু হতে চলেছে এই যোগায়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি। যা চলবে ২৮শে জুন পর্যন্ত। জানা যায়, সারাবাংলা ব্যাপী যোগাসন প্রতিযোগিতা এই প্রথম নবদ্বীপে অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও থাকছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। ২২ থেকে ২৮ শে জুন পর্যন্ত যোগায়নের পক্ষ থেকে যোগব্যায়ামের বিভিন্ন বিষয়ের ওপর একেবারে বিনামূল্যে মানুষদের শেখানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে সংগঠনের এক কর্মকর্তা জিজি সাহা বলেন, যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতারবিধান।

Leave a Reply