নদীয়ার শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ে সমস্ত ছাত্রের থ্যালাসেমিয়া নির্ণয় করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিলো প্রাক্তনীরা

Social

মলয় দে নদীয়া :-শান্তিপুরের বহু প্রাচীন স্বনামধন্য মহারাজা নদীয়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের উন্নতিকল্পে গত ২০২১ সালের ১৬ই নভেম্বর একত্রিত হয়েছিলো প্রাক্তনীরা। বিদ্যালয়ের প্রতিষ্ঠান দেড়শ বছর উপলক্ষে প্রভাত ফেরী ,রক্তদান , নানান উদ্যোগ গ্রহণ করে তারা।

যদিও আর্থিক এবং অন্যান্য নানা কারণের এখনো পর্যন্ত স্থায়ী কমিটি গঠিত হয়নি তবুও, ছয়জনের একটি কনভেনার কমিটি করে শতাধিক প্রাক্তনী ছাত্রদের whatsapp গ্রুপে স্কুল প্রসঙ্গে নানান আলাপ আলোচনা চলে। তবে তারা শীঘ্রই স্থায়ী কর্মী গঠন করবেন বলে জানিয়েছেন।
সেখান থেকেই সকলে সম্ভবেত সিদ্ধান্তে, আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় থ্যালাসেমিয়া সচেতনতা শিবির এবং নির্ণায়ক শিবির। যেখানে ৬৫ জনের রক্ত নমুনা সংগ্রহের মাধ্যমে, থ্যালাসেমিয়া বিষয়ে নিশ্চিত করেন তারা। আগামী চৌঠা মার্চ আবারও এ ধরনের একটি শিবির করতে চাইছেন তারা। ধাপে সমগ্র বিদ্যালয়ের ছাত্রদের থ্যালাসেমিয়া পরীক্ষা করানোর ব্যবস্থা গ্রহণ করেছেন তারা।

আজ এই শিবিরে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক জয়ন্ত দাস, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বিভাস ঘোষ সহ প্রাক্তনী সমাজের বিভিন্ন সদস্যরা।

Leave a Reply