পথ নিরাপত্তা সপ্তাহে স্কুল পড়ুয়াদের পথ নাটিকা

Social

সোশ্যাল বার্তা :- পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো পথনাটিকা।

নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া থানার উদ্যোগে সোমবার ধুবুলিয়া বাজারে অনুষ্ঠিত হলো এই পথনাটিকা। পথনাটক পরিবেশন করে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্প (NSS) এর সদস্যরা। নাটকের মাধ্যমে তুলে ধরা হয় রাস্তায় দুর্ঘটনার মাধ্যমে কিভাবে পরিবার সর্বস্বান্ত হয়ে যায়।

উপস্থিত ছিলেন ধুবুলিয়া থানার আধিকারিক সহ পথ চলতি সাধারণ মানুষ।

বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় বলেন , সারা বছর ধরেই জাতীয় সেবা প্রকল্প বিভিন্ন সচেতনতা মূলক কাজকর্ম করে থাকে। পথ নিরাপত্তা সপ্তাহে বিদ্যালয়ের শিক্ষক নন্দ দুলাল ঘটকের নির্দেশনায় সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপর নাটক পরিবেশন করা হল। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য”।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাবলু ঘোষ তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েও ছাত্র-ছাত্রীরা সুন্দর অভিনয় করেছে। এরপরে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প নিয়ে আরো কর্মসূচি গ্রহণ করব।

Leave a Reply