দেবু সিংহ, মালদা:রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব দিবস পালন করলো দাদুর উন্মুক্ত পাঠশালা। রবিবার দুপুরে মালদা শহরের জাহাজ ফিল্ড এলাকায় রামকৃষ্ণ দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে পালন করা হয় আবির্ভাব দিবস। গাছ তলায় চলে তাদের পাঠশালা।
করোনা কালে দুস্থ শিশুদের শিক্ষা প্রদানের জন্য দেবাশীষ চক্রবর্তী নামে এক ব্যক্তি তৈরি করেছিলেন দাদুর উন্মুক্ত পাঠশালা। দুঃস্থ শিশুদের শিক্ষা ও তাদের মধ্যে সামাজিক চেতনা জাগিয়ে তোলার লক্ষ্যে তৈরি হয় দাদুর উন্মুক্ত পাঠশালা। শতাধিক শিশু ওই পাঠশালায় শিক্ষার পাশাপাশি শরীর চর্চা ও নীতি জ্ঞান গ্রহণ করে। দাদুর উন্মক্ত পাঠশালার এক শিক্ষক জয়রাম মন্ডল বলেন, দুঃস্থ শিশুদের নিয়ে চলে এই পাঠশালা। পঠন পাঠনের পাশাপাশি শিশুদের দেওয়া হয় নীতিমূলক শিক্ষা। এদিন রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব দিবস পালন করা হয়।